বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সাদুল্লাপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সাদুল্লাপুর কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

ওই মাঠ দিবসে নিজপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলামের চাষ করা লাউয়ের জমি প্রদর্শন করা হয়। মাঠ প্রদর্শন শেষে অদ্য ইউনিয়নের কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষি অফিসার মতিউল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রংপুর আঞ্চলিক প্রকল্প অফিসার ড. নজরুল ইসলাম, বিশেষ অতিথি গাইবান্ধার অতিরিক্ত উপপরিচালক রোস্তম আলীসহ স্থানীয় কৃষক- কৃষাণীরা ও গণমাধ্যম কর্মীরা।

এ-সময় কৃষকদের উদ্দেশ্য লাউ চাষের শিখন সম্পর্কে বলেন, বিষমুক্ত সবজি চাষ করে আমাদের উৎপাদন খরচ কমাতে হবে। লতা জাতীয় ফসল লাউ চাষের ক্ষেত্রে নতুন পদ্ধতি অবলম্বন করে ফলন বৃদ্ধি করতে হবে। 

টিএইচ